পর্যটনে নারী উদ্যোক্তা মেধা

0
203

দি ট্যুরিজম ভয়েস’ পত্রিকা সব সময় পর্যটন শিল্পের উন্নয়নে এবং শিল্পের সাথে যুক্ত কিছু ব্যতিক্রমী মানুষকে তুলে ধরার প্রাণান্তর চেষ্টা করে এবং সেই মানুষগুলোর পর্যটন উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন ও লড়াই কে সম্মান জানিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে। আজ তুলে ধরবো তেমনি একজন রন্ধন শিল্পী, ফুড ক্যাটারিং ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তা মারজানা ইসলাম মেধা পথচলার গল্প।

মারজানা ইসলাম মেধা ১৯৯৯ সালে ১২ই জুলাই ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ট্রিনিটি স্কুল এন্ড কলেজ মোহাম্মদপুর থেকে এস.এস.সি পাস করেন। এবং ২০১৯ সালে ওয়াইড ভিশন কলেজ উত্তরা থেকে এইচ.এস.সি পাস করেন। অতঃপর ২০২১ বি এস সি (ফুড ইঞ্জিনিয়ারিং) নিয়ে এন.পি আই ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নত আছেন। ।ছোট বেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি নানা রকম সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ছাত্র জীবনের বিভিন্ন কাজের জন্য তিনি পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। সমাজসেবা মূলক কাজেও তিনি পিছিয়ে নেই,২০১৩ সাল থেকে২০১৬ পর্যন্ত তিনি গার্লস গাইড নেতৃত্ব দান করেছেন, পেয়েছেন সম্মাননা।

https://fb.me/e/2GGabvDhm

বাবা রেমিটেন্স যোদ্ধা সাইদুল ইসলাম এর আদরে এবং গৃহিণী মা শামিমা ইসলাম এর সোহাগে, আহ্লাদে শৈশব ও কৈশোর কাটিয়েছেন মারজান ইসলাম মেধা।

ছোট বেলা থেকে একটু স্বাধীনচেতা মেধা। উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন।চার দেয়ালের ভিতর কখনোই তিনি থাকতে চান নি। বড় হওয়ার সাথে সাথে এবং আতিথিয়তা প্রিয় মেধা রান্না করতে করতে কখন যে রান্না কে ভালোবেসে ফেলেছে তা আর কখনো ভেবে দেখেননি তিনি। সময়ের সাথে সাথে আত্মীয়র কাছ থেকে তার খাবারের প্রশংসা শুনতে শুনতে তিনি ভাবতে শুরু করলেন তিনি কেন এই রান্না নিয়ে কাজ শুরু করছেন না। অনলাইনে প্রচার-প্রচারণা দিন দিনে বাড়তে থাকে তার, মেধার রান্নার সুনাম ছড়িয়ে পড়ছে চারিদিকে।

২০১৮ সালে Medha’s Food Corner. নামে অনলাইনে হোমমেড ফুডের বিজনেস। ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু হলো মেধার।

মেধার প্রিয় মা তাকে সব সময়ই মানসিকভাবে সহযোগিতা করে। মেধার শক্তি হচ্ছে তার মা, মেধা বলেন, রান্না আমার ভালোলাগা এর সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে ভালোবাসায় রূপান্তর করে,বাঙালি খাবার কে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে চান তিনি।আজ উদ্যোক্তা মেধা হিসেবে গড়ে ওঠার পেছনে তার মা সহ কিছু মানুষের অবদান অনেক। তার জন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞ।

মেধা বর্তমানে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন বিটিইএ এর উইমেন্স স্ট্যান্ডিং কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে নিয়োজিত আছেন।

দি ট্যুরিজম ভয়েস’ মারজানা ইসলাম মেধা উত্তরোত্তর মঙ্গল কামনা করে এবং ভবিষ্যতে যে কোন কাজের পাশে থাকার প্রাণান্তর চেষ্টা করে তার সোনালী স্বপ্নকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে। মেধার এই এগিয়ে চলার ও সাফল্যের গল্প অনুপ্রেরণা হয়ে পুষ্পিত পল্লবের মত ছড়িয়ে পড়ুক সহস্র নারীর মাঝে।