“স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা সংক্রমণ প্রতিরোধ করি” – পর্যটন শিল্প ও পর্যটন কর্মীদের রক্ষায় ঘরে-বাইরে স্বাস্থ্যবিধি পালনের আহবান

0
167

সংবাদ বিজ্ঞপ্তি / ১৯ আগষ্ট ২০২১

আজ ১৯ আগষ্ট ২০২১, সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন ঘোষিত পক্ষকালব্যপী পর্যটন কেন্দ্রসমুহে স্বাস্থ্যবিধি প্রচার কর্মসূচীর উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।“বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স -এমপ্লয়িজ ফেডারেশন“ এর কক্সবাজার জেলা উপকমিটির সদস্য সচিব রোকন আহমেদ রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি প্রচারণা পূর্ব সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স -এমপ্লয়িজ ফেডারেশন এর কেন্দ্রীয় আহবায়ক রাশেদুর রহমান রাশেদ, শ্রমিক ফ্রন্টের জেলা সংগঠক নজরুল ইসলাম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবাল এর ব্যবস্থাপক জনাব হারুন উর রশীদ। সংগঠনের কক্সবাজার জেলা উপকমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ, মো: রেজওয়ান, আব্দুর রহমান, মোঃ শাহাজাহান, মোঃ সোহেল, হারুনুর রশিদ, মোঃ আরোউদ্দিন , মোঃ রাশেদ, শাহীন আলম প্রমুখ।
অতিথির বক্তব্যে সংগঠনের আহবায়ক রাশেদুর রহমান রাশেদ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে জারিকৃত বিধিনিষেধের কারণে বাংলাদেশের পর্যটন কেন্দ্রসমুহ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে সামগ্রিকভাবে পর্যটন শিল্পে হাজার হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি পর্যটন কর্মীরাও উপার্জনহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এই প্রতিকুল অবস্থা থেকে পর্যটন কর্মীদের রক্ষায় সরকার এবং সংশ্লিষ্ট পক্ষসমূহ কে সক্রিয় করতে “বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স -এমপ্লয়িজ ফেডারেশন” নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। আবার একটি দায়িত্বশীল শ্রমিক সংগঠন হিসাবে শ্রম অধিকার নিশ্চিত করতে কন্ঠ উচ্চকিত করার পাশাপাশি বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশ সম্ভাবনা এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট দপ্তরসমূহ কে শক্তিশালিকরনের প্রয়োজনিয়তার পক্ষে যুক্তি তুলে ধরে জনমত সংগঠনে কাজ করে আসছে। আমাদের সংগঠনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেড বডিসমূহের দাবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে সরকার সম্প্রতি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ থেকে পর্যটন কেন্দ্রসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালনার অনুমতি প্রদান করেছে।

এই অবস্থায় পর্যটন কর্মী ও পর্যটকদের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে “স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা সংক্রমণ প্রতিরোধ করি”- স্লোগান ধারণ করে সকল পর্যটন কেন্দ্রে পক্ষকালব্যাপি স্বাস্থ্যবিধি প্রচার ও মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। করোনা প্রতিকুলতায় পর্যটন শিল্প এবং নিজেদের জীবীকা রক্ষার জন্যই সকল পর্যটন কর্মীগণ নিজেরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার পাশাপাশি পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করবেন। পর্যটন কর্মীদের মধ্যে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবাল এর ব্যবস্থাপক জনাব হারুন উর রশীদ কক্সবাজারে বেড়াতে আসা সকল পর্যটক এবং পর্যটন কেন্দ্রসমূহের সকল দায়িত্বশীলদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জারীকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও পালনের আহবান জানান। তিনি স্বাস্থ্যবিধি প্রচারের এই কর্মসূচীকে দায়িত্বশীলতার উদাহরণ হিসাবে উল্ল্যেখ করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন।
বার্তা প্রেরক
সাহিদুল ইসলাম শহিদ